লিটনের পর ফিরলেন রাব্বিও…

খেলাধুলা ডেস্ক::  তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করছে টাইগাররা। তবে শুরুটা শুভ হয়নি তাদের। টেন্ডাই চাতারার জোড়া শিকারে শুরুতেই চাপে স্বাগতিকরা।

শেষ খবর পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেটে ৩২ রান করেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ১৫ ও মুশফিকুর রহিম ৯ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপিত মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। তবে শুভসূচনা এনে দিতে পারেননি তারা। শুরুতেই টেন্ডাই চাতারার শিকারে পরিণত হন লিটন।

পরে ক্রিজে আসেন ফজলে মাহমুদ রাব্বি। তবে অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। একই বোলারের শিকার বনে ডাক মেরে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের ৪১ জয়ের বিপরীতে রোডেশিয়ানদের জয় ২৮টি। শেষ ১০ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে স্বাগতিকদের হারাতে পারেনি জিম্বাবুয়ে। এ ম্যাচ জিতে সেই গেরো খুলতে চায় মাসাকাদজা বাহিনী।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, চেফাস ঝুওয়াও, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, ডোনাল্ড ত্রিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *