তারেক রহমানের বিরুদ্ধে রায় বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক:: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া রায়ের প্রতিবাদে রাজধানীর কল্যাণপুরে কালো পতাকা মিছিল হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টায় কল্যাণপুর-শ্যামলী সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল হয়।

দলের সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে কালো পতাকা হাতে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *