নিজস্ব প্রতিবেদক:: শুক্রবার বাদ এশা মিলাদ মাহফিল ও পরবর্তীতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটুলা সবুজ সেনা যুব সংঘের কার্যালয় প্রধান অতিথি নব নির্বাচিত কাউন্সিলর ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক পরিচালক তারেক উদ্দিন তাজ।
জালাল উদ্দিন শাহাবুল,এর সভাপতিত্বে সংঘের যুগ্নসাধারন সম্পাদক সুমন ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন,প্রতিস্টাকালীন সভাপতি,ওলিউর রহমান সাজন, উপদেস্টাদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা, আবুল কালাম মিন্টু, রিয়াজ উদ্দিন বাদশা, শেখ মইনউদ্দিন, আব্দুর রহমান হিরা, সংঘের, সহঃসভাপতি সার্জা রানা, সাধারন সম্পাদক মুক্তার, হোসেন, এতে আরো উপস্থিত ছিলেন, এলাকার বিশিস্ট মুরব্বিয়ান, যুব সমাজ ও সংঘের বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর তারেক বলেন, ১০ নং ওয়ার্ড সিলেট সিটির মধ্যে একটি সর্ববৃহৎ ওয়ার্ড, এই ওয়ার্ডে রয়েছে অসংখ্য সরকারি, বেসরকারি প্রতিস্টান,স্কুল কলেজে,বিশ্ববিদ্যালয়, সার্বিকভাবে একটি মডেল ওয়ার্ড হলেও বিগত দিনে সঠিক নেতৃত্বের অভাবে উন্নতির দিকে অনেক পিছিয়ে আছে, তিনি তরুণ কাউন্সিলর হিসাবে যুব সমাজ ও ওয়ার্ডের সর্বস্তরের সার্বিক সহযোগীতায় ১০ নং ওয়ার্ডকে সিলেট সিটি কর্পোরেশন এর একটি উন্নত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যাক্ত করেন।