নিউজ ডেস্ক:: রাজধানীতে অজ্ঞাত গাড়িচাপায় আবদুস সালাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার ভোরে খিলক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন জানান, খিলক্ষেত এলাকায় একটি রেস্তোরাঁর সামনের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় আহত হন আবদুস সালাম। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) বাচ্চু মিয়া জানান, হাসপাতালে নেয়া পর চিকিৎসাধীন থেকে সকাল ১০টার দিকে আবদুস সালামের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কমেন্ট