নিউজ ডেস্ক:: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে নানাবাড়ি চট্টগ্রামের মাদারবাড়ির পথে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। আজ বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার চতুর্থ নামাজে জানাজা।
জানাজা শেষে বিকেলে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন উপমহাদেশের এই শ্রেষ্ঠ গিটারিস্ট।
মাদারবাড়িতে কিংবদন্তি এই শিল্পীকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেইন।
ইউএস বাংলা এয়ারলাইন্স সূত্রে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে আইয়ুব বাচ্চুর মরদেহ শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহের সঙ্গে রয়েছেন আইয়ুব বাচ্চুর স্বজনেরা।
এর আগে আইয়ুব বাচ্চুর মরদেহ প্রথমে সড়কপথে নেয়ার কথা থাকলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।