দূর্গা পূজায় রোটারি ক্লাব মেট্রোপলিটনের শাড়ী ও লুঙ্গী বিতরণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিট সিলেট এর উদ্যোগে ১৬ অক্টোবর মঙ্গলবার দক্ষিণ সুরমায় চিটাগোটাটিকরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দেড়শতাধিক হিন্দু স¤প্রদায়ের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেন পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নূরুল হক সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর পিপি আজিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব নিউসিটির পিপি রোটারিয়ান জাকির হোসেন, রোটারি ক্লাব অব সিলেট সাউথের পিপি জয়ন্ত দাস, পিপি মোশারাফ হোসেন জাহাঙ্গীর, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: আহসান আহমদ খাঁন, ভাইস প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হান, রোটা: ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, রোটা: আজিম উদ্দিন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *