নৌকা এবার উড়বে আকাশে!

আন্তর্জাতিক ডেস্ক::
নৌকা পানিতে চলাচলকারী একটি যানবাহন। লোকজন পারাপার, মাছ ধরা, মালামাল পরিবহনসহ প্রভৃতিতে নৌকা ব্যবহৃত হয়। পানিতে ভাসা নৌকা এবার উড়বে আকাশে! শুনে অবাক মনে হলেও এমনই নৌকা নিয়ে আসছে পোলারিস মটর লিমিটেড ও লোমাক নওটিকা নামের দুই ইতালীয় কোম্পানি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নৌকার ছবি ও ভিডিও ছড়িয়ে গেছে। শুরু হয়েছে বেশ আলোচনাও। বলা হচ্ছে, রাবার দিয়ে তৈরি নৌকাটি খুব দ্রুতই পানি থেকে আকাশে উড়তে পারবে। আকাশে উড়তে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড!

ব্যতিক্রমধর্মী এ নৌকাটির নাম রাখা হয়েছে ‘ফ্লাইয়িং ইনফ্ল্যাটেবল বোট’ বা (এফআইবি)।

নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এফআইবি চালানো শেখা যাবে খুব সহজেই। দুই অথবা তিন ঘণ্টা চর্চা করলেই এ যানটি পাইলটিং করতে পারবেন যে কেউ। নদী, লেক, জলাভূমি, সাগর এমনকি গভীর সাগরেও এটি ব্যবহার করা যাবে।

জলাশয় কিংবা সমুদ্রে পানিপথ পাড়ি দিতে দিতেই আকাশপথেও ঘুরে আসতে পারবেন এতে। তাই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এটি খুব জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছেভ

নৌকাটি তিনটি অংশে তৈরি করা হয়েছে। এর একটি অংশ হলো- সাধারণ নৌকার মতো অংশ, ইঞ্জিন ও পাখা। এর সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৫০ মাইল।

নির্মাতা সংস্থা জানিয়েছে, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে উড়ন্ত এ নৌকা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *