ঢাকার মার্কিন দূত হিসেবে মিলারের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আর্ল রবার্ট মিলার। ইতোমধ্যেই মিলারের অনুমোদন দেশটির সিনেটে পাশ হয়েছে।

১৩ অক্টোবর, শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশে মার্কিন দূত হিসেবে অনুমোদন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে ঢাকায় তার পরিচয়পত্র হস্তান্তর করবেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

১৮ জুলাই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা করেছেন।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৮৪ সালে মার্কিন মেরিন কোরে যোগ দেন আর্ল রবার্ট মিলার। তবে ১৯৮৭ সাল থেকেই দেশের পররাষ্ট্র দফতরের পক্ষে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
পরে ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশে মার্কিন দূতাবাসের দায়িত্বে ছিলেন মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। মিলার তার স্থলাভিষিক্ত হবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *