নিজস্ব প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিএসএফ’র গুলিতে মামুন রশিদ (৩০) নামে এক যুবক মারা যান। সে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র সোনারখেওড় গ্রামের আব্দুল জলিল জলালের পুত্র।
শনিবার সকাল ৯টায় দনা ও লোভা নামক সীমান্তের মধ্যখানে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, চোরাই পথে সুপারী আনতে মামুন রশিদ রাতে কোন এক সময় অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরে সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পূর্বেই বিএসএফ’র গুলিতে সে মারা যায়।
তবে স্থানীয় লোকজন জানান সুপারী নয় মামুন মূলত অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে মারা যায়। এছাড়াও তারা জানান, চোরাই পথ দিয়ে প্রায়ই কোন না কোন ভাবে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন অবৈধ ব্যবসায়ীরা।
সীমান্তবর্তী চোরাই এ পথ দিয়ে একটি চক্র রাতের বেলা ভারতে প্রবেশ করে। আর সুযোগ বুঝেই তারা ভারত থেকে গরু, পান, সুপারী, নাসিরবিড়ি সহ বিভিন্ন অবৈধ পণ্য নিয়ে আসেন বলে জানা যায়।
এব্যাপারে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ’র গুলিতে মারা যায়, মামুন রশিদকে দনা ক্যাম্প বিজিবি’র সহায়তায় তার আত্মীয় স্বজনরা লাশ বুঝে পেয়েছেন এবং রাতেই লাশের দাফন সম্পন্ন করা হবে বলে জানান।