সিলেটে অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে আ’লীগ নেতৃবৃন্দের রাজপথে অবস্থান

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৭ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে।

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার লক্ষ্যে সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ৯ টা থেকে সিলেটের কোর্টপয়েন্টে অবস্থান নিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, আবদুল খালিক, এটিএম হাসান জেবুলসহ সিলেট মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদ উদ্দিন আহমদ জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নাশকতা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াতের এই নাশকতাকে প্রতিহত করবে আওয়ামী লীগ। আমরা রাজপথে আছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *