ভারতে গ্রেপ্তার কথিত ১৬ বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক:: অবৈধভাবে বসবাস করার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের মথুরাতে ১৬ বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে ৪টি শিশুকে। সোমবার স্থানীয় পুলিশ এ কথা বলেছে। তারা আরও দাবি করেছে, ওইসব মানুষের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড সহ সরকারের বিভিন্ন রকম পরিচয়পত্র।

রোববার রাতে কোসিকালান পুলিশ স্টেশনের কোসি শহরে একটি বাসায় ঘেরাও দিয়ে আটক করা হয় এদের। এসপি আদিত্য কুমার শুকলা বলেছেন, দু’বছরের বেশি সময় কোসিকালানে অবৈধভাবে বসবাস করছিলেন ওই ১৬ বায়লাদেশী ও তাদের চারটি শিশু। গোয়েন্দা খবরের ভিত্তিতে গোয়েন্দাদের একটি শাখা ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। তাদেরকে আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই আশ্রয়দাতার একজনকে।

অন্যজন পালিয়ে গেছে। এসপি শুকলার মতে, এসব বাংলাদেশী সীমান্ত অতিক্রম করছে ৮ থেকে ১০ হাজার রুপি খরচ করে থাকে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *