সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার এল. কৃষ্ণামুর্তি।মঙ্গলবার দুপুর ১২টায় নগর ভবনে মেয়রের সম্মেলনকক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় ভারতীয় সহকারি হাইকমিশনারের হাতে ক্রেস্ট তুলে দেন মেয়র আরিফ।
সাক্ষাতকালে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্জ নির্মাণ, চালিবন্দর শ্মশানঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ভারেতকে ধন্যবাদ জানান। এছাড়া সভায় আগামী ১৪ অক্টোবর নগর ভবনে ভারতীয় সহকারি হাইকশিনার এল. কৃষ্ণামুর্তির সাথে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।