নিউজ ডেস্ক::
সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ দুপুরে সুপ্রিম কোর্ট
আইনজীবী সমিতির ভবনের দক্ষিণ হলে এ ঘটনা ঘটে। আপিল বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তিন বিচারপতি নিয়োগের অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন ডেকেছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে সংবাদ সম্মেলন শুরু হলে সেখানে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এসে বাধা দেয়।
তাদের অভিযোগ, দক্ষিণ হলটি সাধারণ আইনজীবীদের বসার নির্ধারিত স্থান। চেয়ার-টেবিল সরিয়ে সেখানে সংবাদ সম্মেলন করায় সাধারণ আইনজীবীরা বসতে পারছেন না। এসময় সমিতির বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে আওয়ামী সমর্থিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনসহ অন্য আইনজীবীরা কথা কাটাকাটিসহ হট্টগোলে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ ঘটনার নিন্দা জানান।