নিজস্ব প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামে ফাঁস লাগিয়ে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে ভোলারজুম গ্রামের আব্দুল মন্নাফের পুত্র।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবার সূত্র জানায়, নিহত আবুল কালাম গত বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন এক সময় বাড়ির পাশ্ববর্তী একটি নাসার্রিতে পেয়ারা গাছের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পরে সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই শেখ আলী আজহার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে কি কারনে সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে নিহতের স্বজনরা কোন সদোত্তর দেয়নি। বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।