মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ। গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর গত ২৭ সেপ্টেম্বর সিলেটে ফেরেন। এরপর তিনি কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। ২৯শে সেপ্টেম্বর তিনি অসুস্থ বোধ করায় সিলেটে প্রথমে ডা. শিশির বসাকের শরনাপন্ন হলে তিনি ঢাকার বিশিষ্ট কার্ডিওলজিস্টি প্রফেসর ডা. মনিরুজ্জামানের কাছে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এর পর দিন তিনি ঢাকায় চলে যান।
আরিফুল হক চৌধুরী ঢাকায় ইউনাইটেড হাসপাতালের বিশিষ্ট কার্ডিওলজিস্টি প্রফেসর ডা. মনিরুজ্জামানের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি ঘাড়ের তীব্র ব্যথার কারণে তিনি নিউরো সার্জনের পরামর্শও নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
কমেন্ট