সিলেট,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চা ভিত্তিক অন্যতম সংগঠন ‘কাইজেন সাস্ট’ এর অষ্টম কার্যনিবাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ মুসা এবং সাধারণ সম্পাদক একই বিভাগের একই বর্ষের আতিক হাসান টিংকু নিবার্চিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ে আইআইসিটি ভবনের গ্যালারি-২ এ সংগঠনটির উপদেষ্টা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেধী হাসান কিবরিয়া এবং সংগঠনের প্রাক্তন সভাপতি ক্ষ জ্য শ্যামং নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আহমেদ তন্ময়, সহ-সভাপতি রাকিব হাসান, নাইম খান, সহ-সভাপতি (গবেষণা ও উন্নয়ন) তাওহিদ মাহমুদ, স্কুল ইন চার্জ(বিকল্প ও নবায়নযোগ্য শক্তি) জাহিদুল ইসলাম, ডেপুটি স্কুল ইন চার্জ আসিফ শাহরিয়ার, স্কুল ইন চার্জ(স্বয়ংক্রিয়তা ও মটরগাড়ি) মোনাজ্জ্বিল রিয়াদ জাদিদ, ডেপুটি স্কুল ইন চার্জ আব্দুল্লাহ আল রাহী, যুগ্ম-সাধারণ সম্পাদক নুসরাত জাহান মৌ, সাংগঠনিক সম্পাদক কাউছার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহসানুল কবির নাবিল, অর্থ সম্পাদক ওয়াসিফ হাসান সিফাত, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শোয়েব আহমেদ সৌরভ, প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান দিপু, সহ-প্রকাশনা সম্পাদক স্বাগতা মৃধা তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাদি আহমেদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনন্ত মাহমুদ, দাপ্তরিক সম্পাদক ইফতেখার আলম ফাহিম, সহ-দাপ্তরিক সম্পাদক শুভ রহমান, দাপ্তরিক ফটোগ্রাফার মোস্তফা তানভীর কুহেল, গ্রাফিক্স এবং ডিজাইন সাজ্জাদ শুভ, সহ-গ্রাফিক্স এবং ডিজাইন সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ, ইউ.এম বাবু, জান্নাতুল মুবাশ্বেরা সারা, কার্যকরী সদস্য ইমতিয়াজ আহমেদ, নূরে আলম আসিক, নাফিজ আনোয়ার সাদী, হাবিবুর রহমান, আরিফ খান, উৎস রায়, সৈয়দ এম আহসান, পার্থ দেবনাথ, আসিফ আহমেদ ফাহিম, হিমেল বিশোর বড়ুয়া, শামিম আশরাফ, আবিদ রহমান, তারেক মুকাদ্দিস, উকতো, অংকুর, শান্ত, পুলক, কাসিব, তাহমিদ, ইমরান, মীজান, শরীফ ও মোরছালিন।