নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সরকারী মহিলা কলেজে ছাত্রীদেরকে প্রেম নিবেদন করার অভিযোগে তিন ইভটিজারকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
গতকাল বুধবার বিকেল ৪ টায় ওই কলেজের সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটে।
আটকৃতরা হলো হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সর্দার বাড়ির মৃত শুকু মিয়ার পুত্র লিটন মিয়া (২০), শহরতলীর আলমপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের পুত্র কৃষ্ণধন দাস (২২) ও লাখাই উপজেলার বামৈ গ্রামের নুরুল আমিনের পুত্র সাদ্দাম হোসেন (২৫)।
পুলিশ জানায়, কয়েকদিন ধরে আটক ইভটিজারসহ তাদের বন্ধুরা প্রতিদিনই স্কুল কলেজ ছুটি হওয়ার পর ওই কলেজের সামনে ছাত্রীদেরকে প্রেম নিবেদনসহ নানান ভাবে উত্যক্ত করত। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল উল্লেখিত সময়ে এসআই আব্দুর রহিম ও মোঃ সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় অন্যান্য ইভটিজাররা সটকে পড়ে।
পরে বিকেল ৫ টায় তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নাইমা খন্দকারের সামনে হাজির করা হলে উক্ত দন্ডাদেশ প্রদান করেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।