নিউজ ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও জিপের সংঘর্ষে রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান জুয়েল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। তদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুজ্জামান জুয়েল রংপুর সদরের মুন্সীপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে ও রংপুর জেলা যুবলীগের সভাপতি ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন- পাজেরো চালক সঞ্জিত (৩৬) ও যাত্রী বিপ্লব (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, রংপুর থেকে ঢাকাগামী পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজেরো জিপের চালকসহ তিনজন আহত হন।
তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।