নিউজ ডেস্ক:: ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়াকে জগাখিচুড়ি আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এমন জগাখিচুড়ি মার্কা ঐক্য টিকবে বলে আমার বিশ্বাস হয় না।’
আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুষ্পদম রেস্টুরেন্টে আওয়ামী লীগের সড়কযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
ট্রেনযাত্রায় ব্যর্থ হয়ে এখন রোর্ডমার্চ করছে আওয়ামী লীগ- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সড়কযাত্রায় অচিন্তনীয় অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপির জ্বালা শুরু হয়ে গেছে। অন্তর্জ্বালা-হতাশা থেকে তারা আবোল-তাবোল বকছে।’
কমেন্ট