নিজস্ব প্রতিবেদক:: যেখানে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হওয়ার কথা কিন্তু ব্যবহৃত হচ্ছে ব্যবসাহীক প্রতিষ্ঠান হিসেবে সরজমিনে জানা যায়,পাবলিক টয়লেটের লিজ নেওয়া হয়েছে কিন্তু কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মৌসুমি ফল ও কাঁচা মালের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এমনি ঘটনা ঘটেছে সিলেট সদর উপজেলার ঐতিহ্য বাহী ইউনিয়ন ৪নং খাদিমপাড়া ইউিনয়ন। অত্র ইউনিয়নের চ্যায়ারম্যান এডভোকেট আফছর আহমদের উদ্যেগে যাত্রী ছাউনী পুঃ নির্মান ও পয়নিস্কাশনের জন্য বাথরুমেরর ব্যবস্থা করা হয় ইসলামপুর মেজরটিলা বাজারে সড়কের পাশে।
তবে যাত্রী ছাউনী ও বাথরুম স্থাপনের এক বছরের মধ্যে এগুলো কিছু অস ব্যবসায়ীদের দখলে চলে যায়।
কে বা কারা অত্র যাত্রী ছাউনীর সামনে ও বাথরুমে আমের গুদামের জন্য ভাড়া দিয়েছেন। ঐসব দোকানের জন্য ইসলামপুর এলাকার লোকজন স্কুল ছাত্র-ছাত্রীদের রাস্তা চলাচলে বিঘ্নে ঘটেছে।
সরে জমিনে এই যাত্রী ছাউনী এক বৃদ্ধ ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যাত্রী ছাউনীর দোকান বসানোর বাথরুমে আমের কাটন রাখার জন্য প্রতিদিন আমি ৫০০/-(পাঁচশত) টাকা দিতে হয় রিপন নামের এক ব্যক্তিকে। এ ছাড়া ঐ ব্যবসায়ী আর কিছু বলতে রাজি হয়নি তিনি এরিয়ে যান।
কর্তৃপক্ষ আশু দৃষ্টি কামনা করছি, অতি সত্তর যাত্রী ছাউনীর সামনে এসব ভ্রাম্যমান ব্যবসায়ীদের তুলে দিতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন এলাকাবাসী।