সিলেট নগরীর কাস্টঘর এলাকার একটি বাসার মেঝের টাইলসের নিচে মাদকের গোডাউনের সন্ধ্যান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় গৃহকর্তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে যৌথভাবে এ অভিযান চালায় র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কাস্টঘর ছাড়াও নগরীর ভার্থখলা ও সোবহানীঘাটে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিত ছিলেন। সময় বিপুল পরিমাণ ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা জানান, আজ বৃহস্পতিবার থেকে ১৫দিনব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। টানা ৭দিনের পর বিরতি দিয়ে আবারো চলবে এ অভিযান।
কমেন্ট