সমানী বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাচালানীকে আটক করা হয়েছে। আটক বিমান যাত্রীর নাম মো. জাহিদ মিয়া। তিনি সিলেট নগরের বশেখঘাট কলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

বুধবার সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের BG-228 ফ্লাইটে আবুধাবি থেকে আসা বিমানে তল্লাশি করে বিমানের 10/A নম্বর সিটের ভেতর থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।

ওসমানী বিমানবন্দরের আর্ম পুলিশের অতিরিক্ত এসপি জয়নাল আবেদীন জানান, বাংলাদেশ বিমানের BG-228 বিমান ফ্লাইট আবুধাবি থেকে সকাল ৬টা ৪৩ মিনিটে ওসমানী আন্তর্জাতিক ববিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে চোরাচালান আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ পরিদর্শক (সঃ) মো. কোহিনূর আহমদ ও এএসআই (নিরস্ত্র) খালেদ মিয়ার নেতৃত্বে বিমানে তল্লাশি করে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ, ৯০ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমসের বিমানবন্দর শাখায় জমা দেয়া হয়েছে। আটক যাত্রীর পাসপোর্ট ও টিকিট পর্যালোচনা করে দেখা গেছে তিনি নির্ধারিত সিট নং 10/A এর পরিবর্তে 10/C সিটে বসেছিলেন এবং তিনি বিগত এক মাসের মধ্যে কয়েকবার বিদেশ থেকে আসা-যাওয়া করেন। স্বর্ণ জব্দের পর জাহিদ কৌশলে বিমানবন্দরের ভেতর থেকে বের হতে চেষ্টা করেছিলেন। কিন্তু দায়িত্বরত পুলিশ এবং কাস্টমসের লোকদের চেষ্টায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *