বাসায় হামলা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে, জেলা বিএনপির সভাপতির বাস ভবনের পুলিশী হামলা, জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি এনামুল হক, আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, তানভীর আহমেদ চৌধুরী, এনামুল কবির চৌধুরী সুহেল, মিনার হোসেন লিটন, যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, আলী আকবর রাজন, দুলাল রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, সহ সাধারন সম্পাদক শামসুদ্দিন শামসুল, এম সোয়েব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভুইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *