সুনামগঞ্জে জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শের আলী (৪৪) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত সাড়ে ১২টার দিকে সদর থানার মল্লিকপুর নতুন বাস স্টেশন থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়।
গ্রেফতারকৃত মো. শের আলী বিশম্ভরপুর থানার ভাদের টেক গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে।
উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও তাকে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৯ এর মিডিয়া অভিসার মো. মনিরুজ্জামান।
কমেন্ট