মাধবপুরের আদনান রাইচ মিল থেকে ১০ কেজির অর্ধশতাধিক বস্তা চাল জব্দ

আজিজুল ইসলাম সজীব :: হবিগঞ্জ মাধবপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে অভিযান চালিয়ে উপজেলার মীরনগর আদনান রাইচ মিল থেকে এ চাল জব্দ করেন।

এ প্রসঙ্গে মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন বলেন কিভাবে এত গুলো চাল ওই রাইচ মিলে গেল তা তদন্ত করে দেখা হবে। ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব চলমান কর্মসূচীর আওতায় আন্দিউড়া ইউনিয়নে এরশাদ আলী ও আব্দুল হক নামে দুই জন ডিলার চাল বিতরণের দায়িত্বে ছিল। এছাড়া আন্দিউড়া ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বিতরণের সময় মনিটরিং কর্মকর্তা ছিলেন।

ডিলারের সহযোগিতায় চাল পাচার হয়েছে কিনা তাও দেখা হবে। ডিলার অনিয়ম করে থাকলে ডিলারশিপ বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সরকারি বস্তায় ভর্তি ২৫ বস্তা এবং অন্য বস্তায় ভর্তি সহ মোট ৫০ বস্তার অধিক চাল জব্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *