আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকা ভোক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীর ময়না মিয়া (৩৫)কে অাটক করেছে পুলিশ ।
রোববার আজ ৩টায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এসআই সজিব দেব রায়, এএসআই কামাল এএসআই আতোয়ারসহ একদল পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৫নং শানখলা ডেউয়াতলী হইতে দেড়শ পিস ইয়াবাসহ বিক্রয়য়ের ১১হাজার পাঁচশত ও ইয়াবা বিক্রির ব্যবহৃত মোটর বাইকসহ গ্রেফতার করে পুলিশ।
সে উপজেলার ৭নং উবাহাটা কাপুরিয়া গ্রামের আবু মিয়ার পুত্র। পুলিশ সুত্রে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকা ভোক্ত মাদক সম্রাটরা ছিল ময়না।
সে দীর্ঘ দিন ধরে চুনারুঘাট, বি-বাড়ীয়া, শ্রীমঙ্গল সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ সর্বত্র মাদক সাপ্লাই করে আসছিল। এদিকে মাদক সম্রাট ময়না আটক হওয়ায় সকলের মনে শান্তি বিরাজ করছে। ময়না গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী মিষ্টি বিতরণ করছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে বিচারের আওতায় আনা হবে। এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।