সিলেট নগরীর পাঠানটুলা থেকে অর্থ আত্মসাৎ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে জালালাবাদ থানার পাঠানটুলা শ্রাবনী গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. গোলাম আহাদ (৪০) সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার মো. আকবর আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত গোলাম আহাদ সিএমপির চট্টগ্রাম সদরঘাট থানার ৪৫ লক্ষ টাকার আত্মসাৎ মামলার একজন পলাতক আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে সিএমপির সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট