সাড়ে ২২ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

নিউজ ডেস্ক:: জয়পুরহাটে ফেনসিডিল, মদ, গাঁজা, প্যাথেডিন, অ্যাম্পুল ইনজেকশনসহ বিভিন্ন ধরনের প্রায় সাড়ে ২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়ন সদর দফতর চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সরকারের প্রচেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার আনিসুর রহমান, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ, মো. আনিসুল হক, জয়পুরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নূর ইসলাম ও দিনাজপুরের হিলি স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা সাকের আহম্মেদসহ প্রমূখ বক্তব্য রাখেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *