৫ সেপ্টেম্বর গণভবনে শপথ নেবেন আরিফ

সদ্য সমাপ্ত হওয়া সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জয়লাভ করা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী আগামী বুধবার শপথ গ্রহণ করবেন। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গণভবনে সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান- সিসিক নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের শপথ গ্রহণ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে। শপথ গ্রহণের জন্য আগামী ৪ সেপ্টেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী ৩৬ কাউন্সিলর নিয়ে ঢাকার পথে রওয়ানা হবেন। পরদিন (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গণভবনে শপথ নেবেন মেয়র আরিফ।

এর আগে ২০১৩ সালের ২১ জুলাই প্রথমবারের মত মেয়র নির্বাচিত হয়ে গণভবনে শেখ হাসিনার কাছ থেকে শপথবাক্য পাঠ করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *