নিউজ ডেস্ক:: যমুনা নদীতে প্রায় শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। অনেককে উদ্ধার করা হলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে মানিকগঞ্জের চরশিবলয় এলাকায় এ ঘটনা ঘটে।
শিবলয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবলয় থানা পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেছে।
এ ঘটনায় বিস্তারিত এখনও জানা যায়নি। পরে জানানো হবে বলে তিনি জানান।
কমেন্ট