হবিগঞ্জে এক পরিবার স্প্রে পার্টির কবলে অজ্ঞান করে লক্ষাধিক টাকা ডাকাতি

আজিজুল ইসলাম সজীব:: নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নে ছোপান মিয়ার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে।

রবিবার দিবাগত রাতে পানিউমদা ইউনিয়নের হউলাপাড়া এলাকার আব্দুল ছোপান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় পরিবারের সদস্যদের মুখে অচেতন করার গ্যাস স্প্রে দিয়ে অজ্ঞান করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।

জানা যায়, উল্লেখিত সময়ে পানিউমদা ইউনিয়নে হউলাপাড়া এলাকার আব্দুল ছোপান মিয়ার বাড়িতে ঘরের পিছনের দরজা ভেঙ্গে একদল মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অচেতন করার স্প্রে দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে লুটপাট চালায় ডাকাতদল।
ডাকাতরা ঘর থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ৫টি স্মার্ট মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গতকাল রবিবার সকালে আব্দুল ছোপান মিয়ার রাইছ মিলের ড্রাইভার ও প্রতিবেশি আছদ্দর মিয়ার বউ ঘরের সামনের দরজা বন্ধ দেখে তাদেরকে ডাকাডাকি করে পরিবারের সদস্যদের সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় তাদের চিৎকার শোনে স্থানীয় লোকজন এসে পিছনের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ডুকে পরিবারের সকলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ছোপান মিয়াসহ পরিবারের ১২ জন সদস্যের জ্ঞান ফেরে নি বলে জানায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *