আন্তর্জাতিক ডেস্ক:: জার্মানির লুদউইগসাফেন শহর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ৫০০ কেজি ওজনের মার্কিন সেনাদের ব্যবহৃত একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
এ কারণে শহরটি থেকে ১৮ হাজার লোককে সরিয়ে নেয়া হয়। বোমাটি নিষ্ক্রিয় করার সময় তাদের সরিয়ে নেয়া হয়। পরে জার্মানির বোমা নিষ্ক্রিয়করণ দল এটি নিষ্ক্রিয় করে।
লুদউইগসাফেন শহর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
দেখতে অক্সিজেন সিলিন্ডার। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা। ধারণা করা হচ্ছে, বোমাটি মার্কিন সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিক্ষেপ করেছিল। গত সপ্তাহে শহরের একটি নির্মাণ কাজের জায়গায় এর সন্ধান মেলে।
এটিই প্রথম নয়, এর আগেও জাপান, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একাধিক বোমা উদ্ধার করা হয়েছে।