আরপিও সংশোধনের বিষয়ে ইসির বৈঠক আজ

নিউজ ডেস্ক::
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আজ রবিবার (২৬ আগস্ট) বৈঠক ডেকেছে কমিশন।

সংশোধিত আরপিওতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংযুক্ত হতে পারে। সংশোধিত আরপিও কমিশন বৈঠকে অনুমোদন হলে তা আগামী সংসদ অধিবেশনে তোলা হবে।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ‘রবিবার সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক হবে। বৈঠকে এজেন্ডা হিসেবে রয়েছে আরপিও সংশোধন ও সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন। এতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।’

এর আগে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কাজ চলছে। আরপিও সংশোধনের কাজ চলছে। এটি নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘আরপিও তো আমরা পাস করতে পারব না। এ বিষয়ে আগে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এটি পাঠাতে আমরা কাজ করছি। কমিশনে সিদ্ধান্ত হলে তারপর সংসদে পাঠানো হবে।’

আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা বা করলেও কী পরিমাণ ব্যবহার করা হবে, এ বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম ব্যবহার করতে হলে আরপিও সংশোধন করতে হবে। আরপিও সংশোধন করা হলে দেখতে হবে এর পেছনে যারা কাজ করবে তাদের কী অবস্থা। সবদিক বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত দেবে।’

এদিকে সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *