সাম্প্রতিক ঈদুল আযহায় মুক্তি পেল ইউটিউবে তুফান হৃদয়ের “রিকশাওয়ালা” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র/শর্ট ফিল্ম। এতে অভিনয় করেছেন রুবেল সাম্প্রতিক ঈদুল আযহায় মুক্তি পেল ইউটিউবে তুফান হৃদয়ের “রিকশাওয়ালা” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র/শর্ট ফিল্ম।
এতে করেছেন রুবেল আহমেদ তিনি একজন বাস্তবে রিকশাচালক। “রিকশাওয়ালা” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে রিকশাচালক চরিত্রে অভিনয় করেছেন। তার সাথে অভিনয় করেছেন তুফান হৃদয়।
“রিকশাওয়ালা” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি সত্য কাহিনী অবলম্বনে রিকশাওয়ালার মহত্ব গুণ নিয়ে নির্মিত হয়েছে।
আই স্টার এন্টারটেইনমেন্টর কর্ণধার তুফান হৃদয়ের প্রযোজনা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এসেছে তার নিজস্ব প্রোডাকশন থেকে। এই ছবির সহকারী পরিচালনা ও সম্পাদনা করেছেন সোলেমান পিকচারস স্টুডিও এর কর্ণধার সোলেমান ইসলাম (তাওহীদ খান)
ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=tBfsWtfzn-g