বিনোদন ডেস্ক::
বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে নির্মাতা ইদ্রিস হায়দারের চলচ্চিত্র ‘নীল ফড়িং’। এর আগে ছোট পর্দায় বেশকিছু নাটক পরিচালনা করলেও এবারই প্রথম তিনি চলচ্চিত্র নির্মাণ করলেন। সম্প্রতি চলচ্চিত্রটি সেন্সরে জমা দেওয়া হয় এবং বিনা কর্তনে এটি ছাড়পত্র পেয়েছে। এমনটি জানিয়েছেন পরিচালক।
ইদ্রিস হায়দার বলেন, ‘নীল ফড়িং’ মৌলিক গল্পের চলচ্চিত্র। বেশ যত্ন করে নির্মাণ করার চেষ্টা করেছি। সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বর মাসে সারা দেশে এটি মুক্তি দিতে পারবো।
‘নীল ফড়িং’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, সাইফ চন্দন, আফ্রি, চম্পা, শহীদুল আলম সাচ্চু, আশিক, রাজন, তৃষ্ণা, কচি খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে নোমান ফিল্মস।