আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত হয়েছেন।
বুধবার কাবুলের একটি শিক্ষাকেন্দ্রের এ হামলায় আরও অন্তত ৬৭ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পুলিশ বলছে, ওই শিয়া অধ্যুষিত এলাকায় ক্লাস চলাকালে একজন আত্মঘাতী হামলাকারী শিক্ষাকেন্দ্রেটিতে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। হতাহতরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়তে এসেছিলেন; এদের বয়স ১৯ বছরের নিচে। আফগানিস্তানের সক্রিয় জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার কথা অস্বীকার করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রায়ই ইসলামিক স্টেটের (আইএস) হামলার শিকার হন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজাই বার্তা সংস্থা এএফপিকে জানান, হেঁটে শিক্ষাকেন্দ্রে ঢুকে এর ভেতরেই বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী।