আজিজুলইসলামসজীব:: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় শিশু নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখার প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার পর বাহুবল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনায় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলেছে।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিলীমা নামে আট বছরের এক শিশুকে চাপাদিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুইদিকে শতশত গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়ে বাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা।