মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে রোববার (১২ আগস্ট) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নস্থ মরিচা বিলে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে ওই যুবককে পিটিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। নিহত হাবিবুর উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার একই ইউনিয়নের চরগাঁও গ্রামের হাবিবুর রহমান ও একদল দুর্বৃত্ত মরিচা বিলে মাছ ধরতে যায়। এ সময় হাবিবুর তাদের মাছ ধরতে বাধা দিলে এনিয়ে ঝগড়ার সূত্রপাত ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, রোববারের মাছ ধরা নিয়ে মারামারির ঘটনায় মঙ্গলবার একজন মারা গেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি অবগত নন।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান বলেন, এ বিষয়টি তার জানা নেই।