ট্রাক ও মেক্সির মুখোমুখি সংঘর্ষে ইউপি মেম্বারসহ ৩ যাত্রী গুরুতর আহত

।।১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে ৪ কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানজট।।
আজিজুল ইসলাম সজীব:: শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সুতাং প্রবেশের রাস্তার মূখে এঘটনা ঘটে। সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে ঢাকা মূখী একটি মাল বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা ম্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ম্যাক্সিটি ধুমরে মুছরে যায়।
যাত্রীরা লাফিয়ে গাড়ী থেকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস দল গুরুতর আহত অবস্থায় সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত ইউছুফ খানের ছেলে মহিউদ্দিন খান সবুজ (৩২), মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামের ২নং ওয়ার্ড মেম্বার আলম মিয়া (৩৫), হবিগঞ্জ শহরের কুড়ি হাটির সমর কুড়ির পুত্র সাজন কুড়ি (২২) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আংশকাজনক অবস্থায় সাজন কুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহিউদ্দিন খান সবুজকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *