অবশেষে ৩ বছর পর টাকা টাকা আত্মসাতের আসামী সিলেট থেকে আটক 

আজিজুল ইসলাম সজীব :: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার যজকেশরী গ্রামের মোঃ  জালাল মিয়া (৫০)  টাকা আত্মসাত  মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ৩বছরের পলাতক আসামীকে সিলেটের বন্দর বাজারের কাচা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, উমেদনগর এলাকার নবীগঞ্জ রোডের ভাড়াটিয়া হিসেবে থেকে ব্যবসা করত জালাল মিয়া। ব্যবসায়ী কাজে জালাল উমেদনগর জুলহাস মিয়া জালালকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়। পরে ব্যবসায়ী জালাল ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে। দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে।  হঠাৎ করে জালাল মিয়া উধাও হয়ে যান। হবিগঞ্জ জেলার বিজ্ঞ আদালতে ১টি  টাকা টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। পরে মাননীয় আদালতের অবমাননা করেন এবং এর পর থেকে জালাল পালিয়ে বেড়ান, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইয়াসিনুল হকের নেতৃত্ব এ এসআই আব্দুল কাদির  একদল পুলিশ সিলেটের বন্দর বাজার এলাকার অস্থায়ী কাচা বাজার থেকে আটক করা হয় ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *