শায়েস্তাগঞ্জের আলোচিত শিশু ইতি হত্যাকাণ্ডের ১৪ দিনেও পুলিশ রহস্য উদঘাটন হয় নি ?

আজিজুল ইসলাম সজীব :: শায়েস্তাগঞ্জে ৬ বছরের শিশু ইতি আক্তারকে নির্মমভাবে হত্যা ও পরবর্তীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ১৩ দিনেও পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেনি। কি দোষে এই শিশু বাচ্চাটিকে হত্যা করা হয়েছে এমন প্রশ্ন ঘুরফাক খাচ্ছে স্থানীয় জনমনে। সে কি কারো পথের কাটা হয়ে দেখা দিয়েছিল না-কি পরিবারের উপর প্রতিশোধ নিতে নিষ্পাপ এই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এরও কোন হিসাব মিলাতে পারছেন না এলাকাবাসী।

গত ২৫ জুলাই সকালে শিশু ইতি আক্তার মসজিদের পড়তে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় মাইকিংসহ থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়। পরদিন ২৬ জুলাই সকালে একদল ডুবুরী মসজিদের পাশের পুকুরে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে নিহত শিশুর পিতা আব্দুস শহীদ মসজিদের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে ওই দিন রাতে নিহত শিশুর পিতা আব্দুস শহীদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তদের দায়িত্ব দেয়া হয় শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) রাজীবুল ইসলামকে। এ ঘটনায় বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন শামীম আহমেদ ও বাবরু মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।৩০ জুলাই তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *