সিরিজ সেরা সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক::
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সোমবার শেষ ম্যাচে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের টাইগার বাহিনী। একই ফরম্যাটে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল এক গৌরবই বটে।

এমন এক সিরিজ জয়ে অসাধারণ অবদান রাখলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে একজন সাকিব আল হাসান। দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স প্রদর্শন করার জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন এই বাংলাদেশের অধিনায়ক। ৩ ম্যাচে ১০৩ রান করেন তিনি। সর্বোচ্চ ৬০ রান। উইকেট নিয়েছেন ৩টি। সাথে খেলার মাঠে অসাধারণ নেতৃত্বও দিয়েছেন তিনি।যদিও তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *