নিউজ ডেস্ক::
রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ পঞ্চম দিনের মতো রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। আসাদগেটে শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার পর লাইসেন্সবিহীন গাড়িগুলোতে মামলা দিতে দেখা গেছে পুলিশের।
বৃহস্পতিবার (০২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের পর মোহাম্মদপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় ধীর্ঘ যানবাহনের চাপ দেখা যায়।
গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মহাখালী থেকে ছেড়ে আসা গাড়ি এবং যাত্রাবাড়ী ও নিউমার্কেট থেকে ছেড়ে আসা গাড়িগুলো আসাদগেটে এলেই শিক্ষার্থীরা তাদের লাইসেন্স চেক করছে।
আন্দোলনরত মোহাম্মাদপুর প্রিপারেটরির শিক্ষার্থী নাজুল হোসাইন বলে, ‘সকাল থেকে আমরা এখানে এসেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। কোনো গাড়ি ভাংচুর করছি না। শুধু মাত্র লাইসেন্স চেক করছি।
’আরাফাত খান নামের অন্য এক শিক্ষার্থী বলে, ‘লাইসেন্সবিহীন গাড়িগুলো ধরে ধরে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি। পুলিশ যাতে টাকা না খেয়ে ছেড়ে দেয় সেজন্য আমরা মামলা না দেওয়া পর্যন্ত ছাড়ছি না।’