শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক::
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবি যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়নে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে বুধবার সচিবালয়ে দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

সভায় নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী স্টার্টিং পয়েন্টে (বাস টার্মিনাল) গাড়ির ফিটনেস, রুট পারমিট, ড্রাইভারের লাইসেন্স পরীক্ষা করা হবে।’

সড়কে শিক্ষার্থীদের অবস্থান বেশিদিন দীর্ঘ হলে স্বার্থান্বেষী মহল সুযোগ নিতে পারে বলেও মন্তব্য করেছেন আসাদুজ্জামান খান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *