এমসি কলেজ শিশু বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে গেলেন আইনজীবী, দেখলেন দেওয়া হয়েগেছে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বিকাল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডেও ১৩৪ট কেন্দ্রে চলবে ভোটগ্রহণ।

সকাল ১০টার দিকে নগরীর ২০নং ওয়ার্ডের এমসি কলেজ শিশু বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে যান আব্দুল হালিম রায়হান নামের এক আইনজীবী। কিন্তু, কেন্দ্রে গিয়ে তিনি দেখেন তার ভোট দেওয়া হয়েগেছে।

এডভোকেট আব্দুল হালিম রায়হান  জানান- সকালে ভোট দিতে এমসি কলেজ শিশু বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি দেখেন তার ভোট দেওয়া হয়েগেছে। তার হাতে থাকা টোকেন (টোকেন নং-৪৯৯) তিনি দায়িত্বরত কর্মকর্তাকে দেখালে তিনি কোন উত্তর দেন নি।

এডভোকেট রায়হান আরো বলেন- তখন ভোটের ব্যপারে চ্যালেঞ্জ করার জন্য তিনি দায়িত্বরত কর্মকর্তাকে বললে কর্মকর্তা বলেন তাদের কাছে চ্যালেঞ্জের কাগজপত্র নেই।এ ঘটনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন আব্দুল হালিম রায়হান। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘শ্রদ্ধেয় ভদ্রলোক মহোদয়কে ধন্যবাদ আমার ভোটটি দিয়ে দেয়ার জন্য’।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *