ফিজিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেল বাংলাদেশের চার শিক্ষাথী

খেলাধুলা ডেস্ক:: ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে (আইপিএইচও) চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের চার শিক্ষার্থী।

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফলাফল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।

পদক জয়ীরা হলেন, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর, নটরডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম।বাংলাদেশ দলের গাইড হিসেবে কাজ করা পর্তুগাল প্রবাসী সাহেদ ইব্রাহীম নবী ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন বাংলাদেশ দলের দুই সদস্য তিন পয়েন্টের জন্য সিলভার পদক এবং একজন দুই পয়েন্টের জন্য অনারেবল মেনশন মিস করেছেন। এছাড়াও একটা সমস্যায় সম্পূর্ণ স্কোর করেছেন নটরডেম কলেজের ইরতিজা ইরাম।

গত সোমবার প্রথম ২০ নম্বরের এবং বুধবার ৩০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *