সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, জেলরোড, ধোপাদিঘিরপাড়, সন্ধ্যাবাজার, রংমহল পয়েন্ট, মহাজনপট্টি, হকারপয়েন্ট, সিটি পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ ব্যবসাপ্রতিষ্ঠান, পথচারী ও পরিবহন যাত্রী ও চালকদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে গণসংযোগে আরো ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমীন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত মো. জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম সামিউল আলম, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মফুর আলী, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট মাহফুজুর রহমানসহ শতাধিক আইনজীবী।