নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের জেলা কারাগারে মনির মিয়া (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরের ঘাটুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার হাজতি নম্বার ৪৩৫৯১৮। গতকার শনিবার ভোরে কারগারের অভ্যান্তরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাঃ মিঠুন রায় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে সদর থানার এসআই সাইফুর রহমান লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। খবর পেয়ে ছুটেযান নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, ডেপুটি জেলার দোলোয়ার হোসেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসআই সাইফুর রহমান লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্ত শেষে মনিরের মামা মানিক মিয়ার জিম্মায় লাশটি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জেল সুপার গিয়াস উদ্দিন এর কাছে জানতে চাইলে জানান, গত সোমবার চুনারুঘাট থানা পুলিশ একটি গরু চুরির মামলায় মনির মিয়াকে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, গত সোমবার গরু চুরির অভিযোগে চুনারুঘাট বাজারের লোকজন তাকে গণপিঠুনি দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। এর পর থেকে সে কারগারে ছিল।