আরিফের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আরো দুটি অভিযোগ করা হয়েছে।

শনিবার সকালে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামানের কাছে এসব অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

লিখিতভাবে করা দুটি অভিযোগের একটিতে উল্লেখ করা হয়- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গত শুক্রবার (২০.০৭.১৮) সন্ধ্যা ৭টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় নির্বাচনী সভা করেন। রাস্তা বন্ধ করে সভা করায় প্রায় ১ ঘন্টা সেখান দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে রোগী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্নে ঘটে।

অপর এক অভিযোগে বলা হয়- আরিফুল হক চৌধুরী নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ’র ভেতরের মাঠ ব্যবহার করে নির্বাচনী পোস্টার সাঁটানোর কার্যক্রম চালাচ্ছেন। এর ফলে ঈদগাহ’র পবিত্রতা নষ্ট হচ্ছে।

এ দুটি অভিযোগ তদন্তপূর্বক আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শফিকুর রহমান চৌধুরী।

উল্লেখ্য, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *