কক্সবাজারে ‘গোলাগুলিতে’ ২ জন নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার

নিউজ ডেস্ক::  কক্সবাজারের হিমছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম এনামুল হক (৩৩)। তিনি চাঁদপুর জেলার কচুয়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল বলেন, বৃহস্পতিবার ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সাড়ে চারটার দিকে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি প্রাইভেটকার যাচ্ছিল। প্রাইভেটকারটিকে গতিরোধ করার জন্য সিগন্যাল দেয়া হলে গাড়ির ভেতর থাকা আরোহীরা র‌্যাব-বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই জন আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গাড়িটি তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *